চলমান যুদ্ধবিরতির মাঝেই গাজায় নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং গাজা সিটির পূর্ব এলাকায় এসব হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন।
স্থানীয় সময় বুধবার দুপুরে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে আইডিএফ বিমান হামলা চালায়। একই দিনে গাজা সিটির পূর্বাঞ্চল শুজাইয়া এবং জয়তুন এলাকার দুটি ভবনেও হামলা হয়। এসব হামলায় একই পরিবারের বাবা, মা ও তিন সন্তানসহ পুরো পরিবার নিহত হয়েছে বলে জানিয়েছেন আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ। তিনি বলেন, গাজাবাসী এখনো গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন; কারণ যুদ্ধ থামেনি, আর প্রতিদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা মারা যাচ্ছেন।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, খান ইউনিসে দায়িত্ব পালনরত ইসরাইলি সেনাদের ওপর গুলি চালানোর পর হামাসের লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। আইডিএফের বিবৃতিতে বলা হয়, বুধবার যেসব স্থানে আঘাত হানা হয়েছে, সবই হামাসের সামরিক লক্ষ্যবস্তু। তাদের দাবি, এই অভিযান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেনি এবং নিয়মের মধ্যেই পরিচালিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, খান ইউনিস ও গাজা সিটিতে হামাস সংশ্লিষ্ট মোট পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। ইসরাইলি বাহিনীর ভাষ্য, রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা যেকোনো লক্ষ্য ধ্বংসে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, হামাস এই হামলাকে “বিপজ্জনক উত্তেজনা” হিসেবে নিন্দা জানিয়েছে। সংগঠনটি আইডিএফের বর্ণনা প্রত্যাখ্যান করে বলেছে, এই হামলা স্পষ্টভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন এবং গাজায় নতুন করে অস্থিতিশীলতা বাড়াবে।


