বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান আজ পা রাখলেন ৬০ বছরে। জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আলিবাগের নিজস্ব ভিলায় বিশেষ আয়োজন করেছেন এই কিংবদন্তি অভিনেতা।
প্রতিবছরই শাহরুখের জন্মদিন মান্নতে ভক্তদের সঙ্গে উদযাপিত হয়। কিন্তু এবার ব্যান্ড্রায় অবস্থিত তার ঐতিহ্যবাহী বাড়িটি সংস্কারের কাজ চলায় অনুষ্ঠান স্থানান্তরিত হয়েছে আলিবাগে। সূত্রের খবর, অতিথিরা ইতিমধ্যেই ১ নভেম্বর থেকে আলিবাগে পৌঁছেছেন এবং উৎসবমুখর পরিবেশে জন্মদিন উদযাপন শুরু হয়েছে।
এবারের জন্মদিনকে আরও বিশেষ করে তুলছে শাহরুখের আসন্ন ছবি ‘কিং’—যার আনুষ্ঠানিক ঘোষণা আসছে আজই। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার কন্যা সুহানা খান। এই প্রথমবার বড় পর্দায় বাবা-মেয়েকে একসঙ্গে দেখা যাবে, যা নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।
দুই বছরের বিরতির পর ‘কিং’-এর মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডাঙ্কি’ দিয়ে বক্স অফিসে সাফল্যের ধারায় ফিরেছিলেন তিনি। তাই নতুন সিনেমা এবং জন্মদিনের এই যুগল উপলক্ষ বলিউড মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
৬০ বছর বয়সেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন শাহরুখ খান। তার এই জন্মদিন উদযাপন শুধুমাত্র পারিবারিক আয়োজন নয়, বরং ভক্তদের জন্যও এক বিশেষ মুহূর্ত, যেখানে নতুন সিনেমার ঘোষণা আরও একবার প্রমাণ করবে—বলিউডের বাদশাহ এখনও অপ্রতিদ্বন্দ্বী।


