ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর উনিশতম মৌসুমে সঞ্চালক সালমান খানের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে নারীবিদ্বেষী মন্তব্য করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক পর্বে প্রতিযোগী আশনূর কৌর অভিযোগ করেন, ফারহানা নেতিবাচক আচরণ করছেন। অভিযোগ শুনে সালমান খান ব্যঙ্গাত্মকভাবে বলেন, “ফারহানার বিয়ের সময় পরিবার যদি ওর খোঁজ নেয়, ওর সম্পর্কে বলবে—এই মেয়েটি গালিগালাজ করে, ঝগড়া করে, প্লেট ভাঙে। এমন মেয়েই কি কারও ঘরের বউ হওয়া উচিত?”
সালমানের এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা শুরু হয়। অনেকে মন্তব্য করেছেন, সালমান বারবার স্বাধীনচেতা নারী প্রতিযোগীদের লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করেন। একজন লিখেছেন, “হিনা, গওহর, রুবিনা, প্রিয়াঙ্কার পর এবার ফারহানাকে আক্রমণ করলেন সালমান—এ যেন তাঁর পুরোনো অভ্যাস।”
অন্য একজন মন্তব্য করেন, “এত বড় মাপের নারীবিদ্বেষী আচরণ আগে দেখা যায়নি। নারী বলেই তাঁকে নিয়ে এমন মন্তব্য করতে সাহস পান।”
বিতর্কের মুখে সালমান খান বা ‘বিগ বস’ প্রযোজনা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


