বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে। তিনি দাবি করেন, জিয়াউর রহমানই সর্বপ্রথম সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ যুক্ত করেছিলেন, পাশাপাশি সংযোজন করেছিলেন ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’। পরে এসব নীতি দুর্বল হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ-এ বিশ্বাস করি। মহান আল্লাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। নবীজি বলেছেন, তিনি শেষ নবী ও রাসুল—তার পরে আর কোনো নবী আসবেন না। কেউ নবী দাবি করলে তা নবীজির বাণীর বাইরে।”
সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং ‘খতমে নবুওয়তের পবিত্র আকিদা’ রক্ষার দাবিতে আয়োজিত এ মহাসম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমরা অংশ নিয়েছেন। সকাল থেকেই উদ্যানজুড়ে ধর্মীয় নেতাদের উপস্থিতি বাড়তে থাকে।


