বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব সংকটই মূলত রাজনৈতিক নাটক। সাধারণ মানুষ আসলে নিজের ভোট নিজ হাতে দিতে চায়।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের কয়েকটি রাজনৈতিক দল সনদ ও গণভোটের কথা বলছে। আমরা বলছি, গণভোট ও জাতীয় নির্বাচন একই সময়ে হবে। সাধারণ মানুষ এসব বোঝে না, বোঝে শিক্ষিত শ্রেণি। আমেরিকা থেকে কিছু লোক এসে এসব চাপিয়ে দিচ্ছে।’
নিজের সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করছি। কখনো হেরেছি, কখনো জিতেছি, কিন্তু জনগণকে ছেড়ে যাইনি। গত ১৫ বছর কোনো নির্বাচন করতে পারিনি, কারণ সরকার আমাদের সুযোগ দেয়নি। এবার নির্বাচন আসছে, আপনারা আপনাদের লোককে ভোট দেবেন।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘হাসিনার মনে দরদ নেই। দরদ থাকলে নিজের দলের নেতাকর্মীদের ছেড়ে পালাতেন না। তাদের অসহায় করে ছেড়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানিরা যেমন গণহত্যা চালিয়েছিল, ২০২৪ সালের আন্দোলনেও সেই রকম গণহত্যা হয়েছে। এবার শেখ হাসিনার নির্দেশে ছাত্র ও জনতার ওপর গুলি চালানো হয়েছে।’
সভায় তিনি ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সবার কাছে ভোট চান এবং মানুষের পাশে থেকে আমৃত্যু কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


