বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে টানা তৃতীয়বারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি আগামী তিন বছর (২০২৬–২০২৮ মেয়াদে) দলটির নেতৃত্ব দেবেন।
শনিবার রাতে জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। পরদিন রোববার দুপুরে দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকন বা সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সর্বাধিক ভোট পেয়ে আবারও আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।
এর আগে তিনি ২০২০–২০২২ ও ২০২৩–২০২৫ মেয়াদেও জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করেছেন। ফলে এটি তার টানা তৃতীয় দফায় আমির হিসেবে দায়িত্ব গ্রহণ।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দলের অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো ও সংবিধান অনুযায়ী নির্ধারিত সময় পরপর রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচন করা হয়। দলটি এখন নতুন মেয়াদের সাংগঠনিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে কাজ শুরু করবে।


