আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ইসির সামনে এই দলগুলোর নেতাকর্মীরা জড়ো হয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ ও সমাবেশ করেন। তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।
নেতারা দাবি করেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায়, “বিগত ইসির মতো এই কমিশনও জনগণের আস্থা হারাবে।”
দুপুর ১২টার দিকে আট দলের প্রতিনিধিদল পৃথকভাবে ইসির কার্যালয়ে প্রবেশ করে স্মারকলিপি জমা দেয়।
আন্দোলনরত দলগুলোর পাঁচ দফা দাবি:
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও সহিংসতার বিচার নিশ্চিত করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।
নেতারা বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক সংকট নিরসনে পথ খুলবে এবং জনগণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার ফিরে পাবে।


