জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি এ বক্তব্য দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত দলিলে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। বরং কমিশন ও কয়েকটি দলের প্রস্তাবই রাখা হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, “যখন বলা হয়েছিল যে কেবল ঐকমত্যের বিষয়গুলো বাস্তবায়িত হবে, তখন এত আলোচনা ও সময় ব্যয় করা হলো কেন? এখন দেখা যাচ্ছে, মূল দলিলের বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে।”
বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলো জাতিকে বিভক্ত করতে পারে। “তাদের উদ্দেশ্য ও লক্ষ্য আমাদের কাছে পরিষ্কার নয়,” মন্তব্য করেন তিনি।
আরপিও (নির্বাচনী আইন) ও জোটের প্রতীক সংক্রান্ত বিষয়ে সরকারের সিদ্ধান্তকেও ‘পক্ষপাতমূলক’ বলে অভিহিত করেন সালাহউদ্দিন আহমদ। তার ভাষায়, “জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো চাইলে নিজস্ব বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারত। কিন্তু হঠাৎ এক সিদ্ধান্তে সেই সুযোগ বাতিল করা হলো, যা গণতান্ত্রিক নয়।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার যদি অন্তর্বর্তী সরকারের ভূমিকা রাখে, তবে নিরপেক্ষ আচরণ করাই সবার প্রত্যাশা।
সালাহউদ্দিন আহমদ শেষে জানান, বিএনপি জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে গভীরভাবে হতাশ।


