আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য করতে পর্যবেক্ষক সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য জাতিকে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। এ ক্ষেত্রে পর্যবেক্ষকদের দায়িত্ব হলো ভোটের অনিয়ম পর্যবেক্ষণ ও তা তুলে ধরা, রাজনীতিতে সম্পৃক্ত হওয়া নয়।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সিইসি জানান, কমিশন চায় পর্যবেক্ষক সংস্থাগুলো সহযোগী হিসেবে কাজ করুক, কিন্তু রাজনৈতিক ভূমিকা যেন তারা পালন না করেন।
তিনি আরও বলেন, “অতীতের ভুল–ভ্রান্তি ভুলে আমরা সামনে এগোতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।” সিইসি জানান, নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে পর্যবেক্ষকদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসি সূত্র জানায়, আগামী নির্বাচনে দেশি–বিদেশি পর্যবেক্ষকদের জন্য নিবন্ধন ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হচ্ছে।


