নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের কারণে ব্যয় কিছুটা বাড়বে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এ নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হবে না উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ব্যয় নির্বিঘ্নে ব্যবস্থাপনা করা সম্ভব।
সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য আগেই নির্ধারিত বাজেটের সঙ্গে গণভোট আয়োজন এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় কিছু অতিরিক্ত অর্থ সংযোজিত হবে।
তিনি বলেন, “নির্বাচন এবং গণভোট দুইদিনে করা কঠিন বিষয়। একদিনে করলে ব্যয়–সময় দুই–ই সাশ্রয় হয়। বিশ্বের অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে।”
বৈঠক শেষে অন্যান্য অর্থনৈতিক বিষয়ে তিনি বলেন, পরিশোধিত তেল আমদানির দায়িত্ব জ্বালানি মন্ত্রণালয় নেবে এবং এর অনুমোদন দেওয়া হয়েছে। চালের বাজার সাম্প্রতিক দিনগুলোতে আবার কিছুটা অস্থিতিশীল হওয়ায় নন–বাসমতি চাল আমদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত ৪০ থেকে ৫০ হাজার টনের কম আমদানির সুযোগ নেই বলেও জানান তিনি।
দেশের ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে অর্থ উপদেষ্টা বলেন, “বিশ্বের অনেক দেশে দ্রব্যমূল্য এভাবে ওঠানামা করে না। এর সমাধান প্রশাসনিক উদ্যোগে নয়, রাজনৈতিক সরকারের সিদ্ধান্তের মাধ্যমে আসে।”


