অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীদের জন্য আশার খবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে যে সব মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করা হচ্ছে—বৈধ, অবৈধ বা ডাটাবেইজে না পাওয়া—সবই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং নেটওয়ার্কে সচল থাকবে।
রবিবার একটি বার্তায় বিটিআরসি জানায়, আগামী ২৬ ডিসেম্বরের পর দেশজুড়ে সব অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। তবে এর আগে ব্যবহৃত সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয় নিবন্ধনের আওতায় আসবে, ফলে এগুলো নির্বিঘ্নে ব্যবহার করা যাবে।
বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হবে। এই সিস্টেমের মাধ্যমে অনুমোদিত মোবাইল হ্যান্ডসেট সহজে শনাক্ত হবে এবং চুরি বা কালোবাজারি প্রতিরোধে সহায়তা মিলবে।
হ্যান্ডসেট বৈধভাবে নিবন্ধিত কি না জানতে ব্যবহারকারীদের আইএমইআই নম্বর পরীক্ষা করার পরামর্শ দিয়েছে বিটিআরসি। আইএমইআই জানতে মোবাইল হ্যান্ডসেটে *#06# ডায়াল করতে হবে।


