রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। শনিবার সকাল নয়টার পর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সমাবেশে ভিড় করেন সারা দেশ থেকে আগত ধর্মপ্রাণ মানুষ। আয়োজকদের মতে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ আয়োজিত মহাসম্মেলনে দেশি–বিদেশি আলেমরা বক্তব্য রাখছেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে। শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ের আলেমদের বক্তব্য। এতে সভাপতিত্ব করছেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।
এর আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগমন করেছেন ওলামা মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা। তাঁদের মধ্যে রয়েছেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী এবং জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানীও উপস্থিত আছেন। এছাড়া আছেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের নায়েবে আমির শায়েখ আব্দুর রউফ মাক্কী, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়েখ মুসআব নাবীল ইবরাহীম এবং পাকিস্তানের দাঈ মাওলানা ইলিয়াস গুম্মান প্রমুখ।
দেশের শীর্ষ ওলামাদের মধ্যেও রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। আরও থাকবেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর প্রিন্সিপাল মাওলানা খলিল আহমাদ কুরাইশী এবং আল হাইয়াতুল উলইয়া ও বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেকও বক্তব্য দেবেন বলে জানা গেছে।
বিকেলের দিকে আরও বড় জমায়েত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আয়োজক পরিষদ।


