কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকার জানিয়েছে, ওই দিন রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সরকার সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতা সহ্য করা হবে না।’
তিনি জানান, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রাস্তার ধারে পেট্রোল বিক্রি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে। কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা আদালতের প্রতি আহ্বান জানাব, যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতরা সহজে জামিন না পায়।’
নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতির বিষয়েও তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রস্তুতি শেষ হলে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া আয়োজন করা হবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


