বাংলাদেশে টানা পাঁচ দিন বজ্রসহ ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে এবং বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) থেকে শুরু করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বহু স্থানে বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায়ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।
পরবর্তী চার দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ধীরে ধীরে দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ক্রমান্বয়ে বিলীন হয়ে যেতে পারে।


