চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে সাজ্জাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত সাজ্জাদ নগর যুবদলের বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার অনুসারী ছিলেন। অপরপক্ষ ছিলেন নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর অনুসারীরা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করেই সংঘর্ষ শুরু হয়। গুলিতে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
দলীয় সূত্রে জানা গেছে, এমদাদুলের অনুসারী যুবদল কর্মী জসিমকে রাতে সিরাজপন্থী বোরহান উদ্দিন ও নজরুল ইসলাম সোহেল তুলে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়ে। পরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমদাদুল হক বাদশা অভিযোগ করেন, “মেয়র শাহাদাত হোসেনের নির্দেশে ব্যানার সরানোর পর বোরহানরা জসিমকে তুলে নিয়ে যায়। আমরা ছাড়াতে গেলে তারা গুলি চালায়।”
নিহতের মা ফরিদা বেগম ও ভাই মোহাম্মদ ইমরান হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


