জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে আগামীকাল সোমবার। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম।
ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল গত বৃহস্পতিবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও এটি প্রচার করা হবে।
মামলার তিন আসামি হলেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি আল-মামুন ‘অ্যাপ্রুভার’ হিসেবে জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক, আর গ্রেপ্তার থাকা আল-মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে বক্তব্য দিয়েছেন।
রাষ্ট্রপক্ষে পাঁচ দিন এবং আসামিপক্ষে তিন দিনের যুক্তিতর্ক শেষে গত ২৩ অক্টোবর যুক্তিতর্ক পর্ব শেষ হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ তুলে ধরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। অপরদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেছেন। রাজসাক্ষী আল-মামুনের ক্ষেত্রেও খালাসের আবেদন করা হয়েছে।
শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিমসহ অন্যান্য প্রসিকিউটররা। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। রাজসাক্ষী আল-মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী যায়েদ বিন আমজাদ। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ন্যায়বিচারের স্বার্থে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানান।
আগামীকাল রায় ঘোষণার মধ্য দিয়ে বহুল আলোচিত মামলার বিচারিক প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে।


