বহুল প্রত্যাশিত জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এই সনদে স্বাক্ষর করেন। জুলাই আন্দোলনের পর রাষ্ট্রীয় পুনর্গঠনের রূপরেখা হিসেবে বিবেচিত এ সনদ কার্যকর করার প্রক্রিয়া রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আরও এগিয়ে গেল।
তবে সনদে স্বাক্ষর নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। আন্দোলনে যুক্ত ছাত্র–জনতার একটি অংশ এর আগে বলেছিল, রক্তের বিনিময়ে রচিত জুলাই সনদে যদি পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি স্বাক্ষর করেন, তাহলে তারা সেটি গ্রহণ করবে না। তাঁদের বক্তব্য অনুযায়ী, এতে সনদের নিরপেক্ষতা ও নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
এর আগে গত ১৭ অক্টোবর বিএনপি ও জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। সেদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দলগুলোর প্রতিনিধিরা সনদে সই করেন। পরে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও সনদে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সনদটির বাস্তবায়ন ধাপ এগোলেও ছাত্র–জনতার বিরোধিতার কারণে এর গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


