অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টার এই ভাষণ দুপুরে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে, তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
এদিকে, বৃহস্পতিবারই কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালনের কথা রয়েছে। এর আগে সপ্তাহজুড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, সাম্প্রতিক ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ ও হেলমেট পরা দুর্বৃত্তরা ভোরবেলা বা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “দু-একটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবারের কর্মসূচিকে ঘিরে রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েনসহ নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে।


