সংবাদ প্রতিবেদন:
বছর ঘুরে আবারও আসছে পবিত্র রমজান মাস। ইসলামধর্ম বিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ জানিয়েছে, রমজান শুরুর আর মাত্র ১০০ দিন বাকি। তাদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হতে পারে পরদিন, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি শুক্রবার।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা ‘এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি’র চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই ১৮ ফেব্রুয়ারি নয়, ১৯ ফেব্রুয়ারি থেকেই মধ্যপ্রাচ্যে রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী বছর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও মিসরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় রমজানের শুরুতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা। মাসের শেষের দিকে তা ধীরে ধীরে বাড়তে বাড়তে ১৩ ঘণ্টায় পৌঁছাবে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। তাদের সিদ্ধান্তের পরদিনই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরুর তারিখ নির্ধারণ হবে।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা ও ঈদুল ফিতর পালিত হয়। সে হিসেবে আগামী বছর দেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম রোজা এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


