ভোক্তাপর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। রবিবার (২ নভেম্বর) বিকেলে এ ঘোষণা দেওয়া হয়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
বিইআরসি জানায়, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেন গ্যাসের মূল্যে সামান্য পতন হওয়ায় ভোক্তাপর্যায়ে এই সমন্বয় আনা হয়েছে।
নতুন দামে প্রতি কেজি এলপিজির মূল্য দাঁড়ালো ১০১.২৫ টাকা। পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে—আগের ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে এখন নির্ধারিত হয়েছে লিটারপ্রতি ৫৫ টাকা ৫৮ পয়সা।
এর আগে গত অক্টোবর মাসে বিইআরসি প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করেছিল। একই সঙ্গে অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা করা হয়েছিল।
নতুন এই দামে গৃহস্থালি ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। তবে বাজারে সরবরাহ পরিস্থিতি ও ডিলার পর্যায়ের সমন্বয় ঠিক রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বিইআরসি।


