ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের পরদিনই মাঠে নেমে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন কিলিয়ান এমবাপে। ফরাসি এই তারকার জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বাকি দুটি গোল করেছেন জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাস।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জাবি আলোনসোর শিষ্যদের দাপটে একপেশে ম্যাচ উপহার দেয় রিয়াল। পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে তারা নেয় ১৯টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভ্যালেন্সিয়া নিতে পেরেছে মাত্র তিনটি শট, এর মধ্যে দুটি লক্ষ্যে।
ম্যাচের ১৯ মিনিটে হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। এটি ছিল লা লিগায় টানা আট ম্যাচে তার গোল। ৩১ মিনিটে আর্দা গুলারের ক্রসে ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি অধিনায়ক। ১১ ম্যাচে ১৩ গোল করে তিনি এখনো লিগের সর্বোচ্চ গোলদাতা।
প্রথমার্ধের শেষ দিকে, ৪৪ মিনিটে ফেদরিকো ভালভার্দের পাস থেকে চমৎকার শটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এটি তার টানা তৃতীয় ম্যাচে গোল। এর আগে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস করায় ব্যবধান বাড়াতে পারেননি রিয়াল।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক ফিলিপে। ৮২ মিনিটে রদ্রিগোর প্রচেষ্টা ব্যর্থ হলে সেই বল থেকেই স্প্যানিশ ডিফেন্ডার আলভারো কারেরাস জোরালো শটে গোল করেন, নিশ্চিত করেন দলের বড় জয়।
এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভিয়ারিয়াল, আর একটি ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।


