রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। বাংলাদেশ ও ভারতের কয়েকটি এলাকাতেই এই কম্পন অনুভূত হয়। হঠাৎ ভবন দুলতে শুরু করলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ঘর ছেড়ে নিরাপদ স্থানে নেমে আসেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে। শক্তিশালী এই ঝাঁকুনিতে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামেন। অনেক বাসিন্দা জানান, তাঁরা হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে গেছেন এবং ঘরের টেবিল–চেয়ারে রাখা জিনিসপত্র মেঝেতে পড়ে যায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প নিশ্চিত করেছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন ঢাকার বিভিন্ন এলাকায় তীব্রভাবে অনুভূত হয়।
পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে উল্লেখ করা হয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় কম্পন টের পেয়েছেন অনেকে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।


