দেশজুড়ে সহিংসতা ও নাশকতার আশঙ্কার মধ্যে ময়মনসিংহে গভীর রাতে একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে ঘুমন্ত চালক জুলহাস মিয়াকে (২৫)। সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চারটি বাস ও একটি প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটেছে। এ নিয়ে দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেওয়া হলো।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিন ব্যক্তি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে ঘুমন্ত চালক জুলহাসের মৃত্যু হয়। নিহত জুলহাস মিয়া স্থানীয় আবদুল বারেক ও সাজেদা খাতুন দম্পতির ছেলে। ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান বলেন, জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়ও সোমবার থেকে একাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকায় গত দুই দিনে ১৫ স্থানে ১৭টি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার সাজ্জাত আলী। এসব ঘটনায় নাশকতার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত মামলার রায় ঘোষণা এবং ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
রাজধানীতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। ৫০টি থানায় নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ৩৫টি স্থানে বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে। মেস, হোস্টেল ও হোটেলেও অভিযান চলছে।
এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ২২ নেতাকর্মীকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম ও মানিকগঞ্জসহ কয়েকটি জেলায়ও ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার অভিযান চলছে।
আইজিপি বাহারুল আলম বলেন, “সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। আগুন-সন্ত্রাসে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।” স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কাউকে সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে।”
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সহিংসতা বন্ধে আহ্বান জানানো হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়ে নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


