ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন জুলহাস মিয়া (৪০) নামে এক ব্যক্তি। ধারণা করা হচ্ছে, তিনি বাসটির চালক ছিলেন। সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন জুলহাস মিয়া। হঠাৎ মুখোশ পরা তিনজন দুর্বৃত্ত মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনজন মুখোশধারী ব্যক্তি দ্রুত এসে বাসে আগুন দিয়ে চলে যায়। এতে ভেতরে থাকা জুলহাস মিয়া পুড়ে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বাসটির চালক ছিলেন।’
ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল জানান, রাত সোয়া ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসের সিট থেকে এক ব্যক্তির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘মরদেহটি এতটাই পুড়ে গেছে যে তা শনাক্ত করা কঠিন ছিল। তবে ধারণা করা হচ্ছে, তিনি চালক জুলহাস মিয়া, যিনি বাসে ঘুমিয়ে ছিলেন।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত নাশকতা নাকি ব্যক্তিগত শত্রুতার জের—তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


