বাংলাদেশে প্রকৃত পরিবর্তন না এলে তরুণরা আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন বা ঐকমত্য কমিশন—কিছুই ফলপ্রসূ হবে না।”
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরাম-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। এজন্যই ঐকমত্য প্রক্রিয়া শেষ হলেও একমত হওয়া যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন না আসবে, ততক্ষণ ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে যে মেলবন্ধন তৈরি হয়েছে, তা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষকরা আজও সেই লড়াই চালিয়ে যাচ্ছেন। তাই আমাদের সবাইকে তাদের পাশে থাকতে হবে।”
এনসিপি আহ্বায়ক আশ্বাস দেন, তাঁর দল ভবিষ্যতেও শিক্ষকদের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে পাশে থাকবে।


