সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৬৫১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৯ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনা বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে ১ হাজার ৬৫৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৪৫৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত মোট ৭০ হাজার ৫১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬২ দশমিক এক শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক নয় শতাংশ নারী।
এ বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৭৮ জন। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আবহাওয়ার পরিবর্তন ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়তে পারে। তাই মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।


